আগামী ১৬ই ডিসেম্বর/২০১৪ খ্রি: তারিখে মিঠামইন উপজেলার ডাকবাংলো মাঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস-২০১৪ উদ্যাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি
তারিখ ও সময় | কর্মসূচি | স্থান | বাসত্মবায়নে/ব্যবস্থাপনায় |
১৬-১২-২০১৪ খ্রিঃ (দিবসের শুরুতে) ০০.০১ মিনিটে | ৩১ বার তোপধ্বনি | ডাকবাংলো মাঠ | অফিসার-ইন-চার্জ, মিঠামইন থানা |
সূর্যোদয়ের সাথে সাথে | জাতীয় পতাকা উত্তোলন | সকল সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত/ বেসরকারি প্রতিষ্ঠান ও ভবন | সংশিস্নষ্ট অফিস প্রধান/ভবন মালিকগণ |
সকাল ০৭.৩০ টা | পুষ্পার্ঘ্য অর্পণ | উপজেলা শিল্পকলা একাডেমীর সম্মুখস্থ স্মৃতিসত্মম্ভ | সংশিস্নষ্ট উপ-কমিটি |
সকাল ০৮:০০ টা | উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, কাব স্কাউট, বয়েজ স্কাউট, গার্লস গাইডসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী | ডাক বাংলো মাঠ | সংশিস্নষ্ট উপ-কমিটি |
সকাল ০৯:৩০ টা | মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা (প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য) | উপজেলা শিল্পকলা একাডেমী | সংশিস্নষ্ট উপ-কমিটি |
সকাল ১০:০০ টা | বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা অনুষ্ঠান | মিঠামইন ক্লাব প্রাঙ্গণ | সংশিস্নষ্ট উপ-কমিটি |
বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে | জাতির শামিত্ম, সমৃদ্ধি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শামিত্ম কামনায় বিশেষ দোয়া/প্রার্থনা | সকল মসজিদ/মন্দির/গীর্জা/ প্যাগোডা/অন্যান্য ধর্মীয় উপাসনালয় | সংশিস্নষ্ট মসজিদের ইমাম/উপাসনালয়ের প্রধানগণ |
বেলা ২:০০ টা | হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন | হাসপাতাল ও সকল এতিমখানা | সংশিস্নষ্ট প্রতিষ্ঠান প্রধান |
বিকাল ৪:০০ টা | প্রীতি ফুটবল ম্যাচঃ ১। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মিঠামইন উপজেলা কমান্ড বনাম মিঠামইন উপজেলা পরিষদ একাদশ। ২। ব্যবসায়ী সমিতি একাদশ বনাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তি একাদশ। | ডাকবাংলো মাঠ | সংশিস্নষ্ট উপ-কমিটি |
বিকাল ৪:৩০ টা | মহিলাদের সমাবেশ, আলোচনা সভা ও তাদের অংশগ্রহণে খেলা-ধুলা | তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ | সংশিস্নষ্ট উপ-কমিটি |
সূর্যাসেত্মর পর | আলোকসজ্জা | মিঠামইন বাজারের বিভিন্ন দোকান/ভবন | সংশিস্নষ্ট দোকান/ভবন মালিকগণ |
সন্ধ্যা ৬:০০ টা | সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শনী | মিঠামইন ক্লাব প্রাঙ্গণ | সংশিস্নষ্ট উপ-কমিটি |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS