Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

উপজেলা নির্বাহী কর্মকর্তার বার্তা

    মিঠামইন উপজেলা বাংলার একটি প্রাচীন জনপদ। ঐতিহ্য, কৃষ্টি, ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে এই উপজেলার রয়েছে অনন্য অবদান। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাঙ্গালীর সকল ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এ উপজেলার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ।

   

    বাংলাদেশ ভূ-প্রকৃতির এক বৈচিত্রময় উপাদান হাওড় অঞ্চল। কিশোরগঞ্জের বিখ্যাত “বড় হাওড়” মিঠামইন উপজেলার অন্তর্গত। কৃষিজাত পণ্য ও মৎস্য সম্পদের এক অফুরাণ ভান্ডার এ উপজেলা। পরিকল্পিত নদী ব্যবস্থাপনা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হলে মিঠামইনকে একটি মডেল উপজেলায় পরিনত করা সম্ভব হবে।

 

    উপজেলা পোর্টাল ও ইউনিয়ন পোর্টাল তৈরী বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। এ পোর্টালে উপজেলার উন্নয়ন চিত্রের পাশাপাশি ভৌগলিক, নৃতাত্ত্বিক, আবহাওয়া, জলবায়ু, কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ আরো এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত হয়েছে যা সীমিত পরিসরে উপজেলার সার্বিক চিত্রেরই প্রতিফলন। উপজেলার ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এ সকল তথ্য-উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।