স্তরঃ মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম)
ধরনঃ সহশিক্ষা একত্রে
ব্যবস্থাপনাঃ বে-সরকারী
এম.পি. ও ভূক্ত- এম.পি.ও ভূক্ত
গ্রুপঃ মানবিক,বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা
ভৌগলিক অবস্থানঃ হাওড়
অবস্থানঃ উপজেলা সদর থেকে ১২কিঃমিঃ উত্তর-পূর্বে গ্রামীণ এলাকায়।
প্রতিষ্ঠাতাঃ ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া চৌধুরী, ডেপুটি চীফ ইঞ্জিনিয়ার, চট্টগ্রাম পোর্ট অথরিটি। মোবাঃ 01711188164
নামকরণঃ প্রত্যন্ত হাওড় এলাকায় অবস্থিত বিধায় এর নামকরণ করা হয় কাঞ্চনপুর হাওড় উচ্চ বিদ্যালয়।
ভূমিদাতাঃ (১)ডাঃ আলী রেজা চৌধুরী (এম. বি.বি.এ.)
(২)আব্দুর রশীদ চৌধুরী
(৩)ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া চৌধুরী।
প্রতিষ্ঠার তারিখঃ১৯৮৩ইং
১ম স্বীকৃতির তারিখঃ নিম্ন মাধ্যমিক হিসেবেঃ ০১/০১/১৯৮৪
মাধ্যমিক হিসেবেঃ ০১/০১/১৯৮৫
এমপিও ভূক্তির তারিখঃনিম্ন মাধ্যমিকঃ ০১/০১/১৯৯৪
মাধ্যমিকঃ ০১/০১/১৯৮৫
৬ষ্ঠ শ্রেণীতে-১২০ জন, ৭ম শ্রেণীতে-৩৬ জন, ৮ম শ্রেণীতে-৬৫ জন,
৯ম শ্রেণীতে-২৮ জন, ১০ম শ্রেণীতে-২৯ জন।
১১সদস্যের নিয়মিত কমিটি যেখানে ০২(দুই) জন মহিলা সদস্য রয়েছে। ২২/০৫/২০১০হইতে ২১/০৫/২০১২
পাবলিক পরীক্ষার ফলাফল
৯৫.২৩%
অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন এবং ছিলেন।
অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন এবং ছিলেন।
খেলার মাঠ তৈরী, বিজ্ঞান ভবন ও লাইব্রেরী নির্মাণ এবং একটি মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তোলা।
প্রধান শিক্ষক, কাঞ্চনপুর হাওড় উচ্চ বিদ্যালয়,
মিঠামইন, কিশোরগঞ্জ।
kanchanpurhhs@gmail.com
০১৭১৬-২৪৯৫০৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস