ইনোভেশন
ইনোভেশনটিম
জনপ্রশাসনে কাজের গতিশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণের পন্থা উদ্ভাবন ও চর্চার লক্ষ্যে সরকার প্রত্যেক মন্ত্রণালয়/ বিভাগ পর্যায়ে চিফ ইনোভেশন অফিসার এবং সংস্থা/ জেলা/ উপজেলা পর্যায়ে ইনোভেশন অফিসারের নেতৃত্বে একটি করে ইনোভেশন টিম গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে বিদ্যমান আইসিটি ফোকাল পয়েন্ট-এর পদনাম মন্ত্রণালয়/ বিভাগ পর্যায়ে চিফ ইনোভেশন অফিসার এবং অধিদপ্তর/ সংস্থা/ জেলা/ উপজেলা পর্যায়ে ইনোভেশনঅফিসারহিসেবেপরিবর্তিতহইবে।
উচ্চতর প্রশিক্ষণ/ শিক্ষাগ্রহণকারী, অতিরিক্ত দায়িত্বগ্রহণ ও নতুন উদ্ভাবনী মূলক কাজেআগহী, নেতৃত্বপ্রদানে সক্ষম, দলীয় ভাবে কাজ করতে স্বচ্ছন্দ এবং অন্যকে সহায়তা করবার মানসিকতা ও ক্ষমতা সম্পন্ন কর্মকর্তাগণকে এই টিমের সদস্য হিসেবে মনোনয়নের জন্য বিবেচনা করা যেতে পারে। বদলি জনিত বা অন্য কোন যুক্তি সঙ্গতকারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়ে সময়ে চিফ ইনোভেশন অফিসার/ ইনোভেশন অফিসার এবং ইনোভেশন টিমের সদস্য পরিবর্তন করতে পারবেন। মন্ত্রণালয়/ বিভাগ পর্যায়ে সচিব, অধিদপ্তর/ সংস্থাপর্যায়ে অধিদপ্তর/ সংস্থা প্রধান এবং জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক ইনোভেশন টিম গঠন করবেন।
ইনোভেশন টিমের কার্যপরিধি
উপজেলা ইনোভেশন টিমের তালিকাঃ
বিভাগ | জেলা | উপজেলার নাম | নাম | পদবী | মোবাইল নম্বর | ই-মেইল ঠিকানা |
ঢাকা | কিশোরগঞ্জ | মিঠামইন | তাসলিমা আহমেদ পলি | উপজেলা নির্বাহী অফিসার | 01718-647009 | unomithamoin@mopa.gov.bd |
জনাব রাকিবুল হাসান | উপজেলা প্রকৌশলী | 01761-577047 | uemithamoin@lged.gov.bd | |||
জনাব মোঃ আব্দুল্লাহ আকনদ | সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা | 01799-497997 | ||||
জনাব মোহাম্মদ আবুল খায়ের | উপজেলা সমাজসেবা অফিসার | 01719-365319 | ||||
জনাব মোঃ মাসুদ হাসান | সহকারি প্রোগ্রামার | 01714-631729 | ||||
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস