মিঠামইন উপজেলার পটভূমি
১৯৮৩ সালের ৭ নভেম্বর মিঠামইন উপজেলা প্রতিষ্ঠিত হয়। উপজেলায় উন্নিতকরণের ইতিহাস নতুন এবং নিরবচ্ছিন্ন হাওর এলাকা হলেও এটি একটি প্রাচীন জনপদ। জেমস জে. রেনেল অঙ্কিত বাংলার প্রাচীন মানচিত্রেও (১৭৮১) মিঠামইনের কথা উল্লেখ রয়েছে। এলাকাটিতে কেউ মিঠামন, কেউ মিঠামইন, কেউ মিটামইন বা মিটামন বলে উচ্চারণ করে থাকেন। নামের উৎস সম্পর্কে জনশ্রুতি হল, যেটি বর্তমানে উপজেলা সদর সে গ্রামের পাশ্ববর্তী এলাকায় এক সময় প্রচুর খাগড়া বনের সমাবেশ ছিল। উক্ত খাগড়ার ছিল মিষ্টি বা মিঠা রস। এই খাগড়ার বন থেকে মিঠাবন এবং সেখান থেকে মিঠামন বা মিঠামইন হয়েছে।
আরও একটি জনশ্রুতি হল , এলাকাটিতে এক সময় প্রচুর মইন গাছ ছিল। নদীল ধারে , পতিত জমিতে বা কান্দায় মইন গাছের বিপুল সমারোহ ছিল যা স্থানীয়ভাবে কায়জা নামে পরিচিত ছিল। ইক্ষু গাছের মত উচ্চতা বিশিষ্ট সরু গাছটির ভিতরে মিষ্টি রস ছিল। যারা মইন গাছের রস আস্বাদন করেছেন তারা এখনও স্মৃতিচারণ করে থাকেন। এই মিষ্টি বা মিঠা মইন থেকে মিঠামইন শব্দের উৎপত্তি বলে অনেকের অভিমত। স্থানীয়ভাবে ঠ কে ‘ট’ উচ্চারণ করার প্রবণতা দেখা যায় এবং কালক্রমে মিঠামইন থেকে মিটামইন বা মিটামন পরিচিতি লাভ করেছে। উল্লেখ্য যে, উক্ত মইন গাছ এখন আর দেখা যায় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস