বিদ্যালয়টি নিচু ভূমিতে আর.সি.সি পিলারের উপর নির্মিত । দৈর্ঘ্য ৭২ ফুট, প্রস্থ ৩১ ফুট, শ্রেণী কক্ষ- ৩টি, অফিস কক্ষ ১টি রয়েছে । প্রাকৃতিক দূর্যোগ বন্যায় এটিকে বন্যাশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় । |
গ্রামের শিক্ষানুরাগী কয়েক জন ব্যক্তি বর্গের উদ্যোগে নির্মিত । প্রতিষ্ঠাকালে বিদ্যালয়টিকে দৌলতপুর গ্রামে ছিল । বন্যাজনিত কারনে গ্রামটি বিলান হয়ে যাওয়ায় বর্তমানে এটি সাধারণ গ্রামে স্থানান্তর করে । পূণ: নির্মান করা হয় ।
১ম শ্রেণী –৪২ জন
।২য় শ্রেণী – ৪৩ জন।
৩য় শ্রেণী – ৪৩ জন।
৪র্থ শ্রেণী -২৪ জন
। ৫ম শ্রেণী -১১জন।
কমিটির সদস্য সংখ্যা -১২ জন, পুরুষ সদস্য -৭ জন, মহিলা সদস্য – ৫ জন । জনাব হাজী মো: ছাত্তার- সভাপতি, হাছিনা সুলতানা সদস্য সচিব । |
২০১১ সালে অংশ গ্রহণ – ১২ উর্ত্তীন ৯ পাশের হার -৭৫% ২০১০ সালে অংশ গ্রহণ – ০৮ উর্ত্তীন ০৩ পাশের হার -৩৮% ২০০৯ সালে অংশ গ্রহণ – ০৭ উর্ত্তীন ০২ পাশের হার -২৮% ২০১১ সালে অংশ গ্রহণ – ০৭ উর্ত্তীন০৭ পাশের হার -১০০% ২০১১ সালে অংশ গ্রহণ – ০৪ উর্ত্তীন০৪ পাশের হার -১০০% |
৪৫% হারে ৭৩ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি দেওযা হচ্ছে ।
শতভাগ ভর্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে কৃতিত্ব অর্জ্ন করা
ঝড়ে পড়া রোধ সহ সর্বস্তরে শিক্ষা বিস্তার এবং সরকার ঘোষিত ডিজাটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা ।
01915-923030 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস