প্রতিষ্ঠিত ৬ শতাংশ জমির উপর নির্মিত । প্রতি স্থানটিতে ৩টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ রয়েছে । দক্ষিণ ও পশ্চিম দিকে সীমানা প্রাচীর রয়েছে ।
প্রতিষ্ঠানটি যে গ্রামে অবস্থিত ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সেই গ্রামের অনেক লোক পাক-হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হন । সেই শহীদের স্মৃতির উদ্যেশ্যে প্রতিষ্ঠানটির নাম করণ করা হয় ।
১ম শ্রেণী –২৬ জন।
২য় শ্রেণী – ২৭ জন।
৩য় শ্রেণী – ২৮ জন।
৪র্থ শ্রেণী -২১ জন।
৫ম শ্রেণী – ১৭ জন।
১২ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি গঠিত ।৭ জন পুরুষ ও ৫ জন মহিলা |
২০০৭ খ্রি: ৬২.৫%
২০০৮খ্রি: ৮৪.৬১%
২০০৯খ্রি: ৬৯.২৩%
২০১০খ্রি: ৫৩.৮৪%
২০১১খ্রি: ৯৩.৭৫%
১৯৯৪খ্রি: ১জন সাধারণ বৃত্তি, ১৯৯৬ খ্রি: ১জন সাধারণ বৃত্তি, ২০১০ খ্রি: ১জন সাধারণ বৃত্তি ।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি সহ ৬+ ১০ শিশুর ভর্তি ১০০ ভাগ নিশ্চিত করা হয়েছে।
ঝড়ে পড়া রোধ করে সকল শিশুর প্রাথমিক শিক্ষা সমাপ্তি করন ।
01718-6181094
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস