বিদ্যালয়টি দ্বিতলা বিশিষ্ট পাকা । ৬টি শ্রেণী কক্ষ । ১টি অফিস কক্ষ ও ১টি শিক্ষক মিলনায়তন । গ্রন্থগার । এর দৈর্ঘ্য ৭০ফুট, এবং প্রস্থ ৩০ফুট । জমিরি পরিমাণ ৫২ শতাংশ ।সংযু্ক্তি টয়লেট শিক্ষকের জন্য ১টি বালিকাদের জন্য ১টি । আলাদা বালকাদের জন্য ২টি । নলকূপ ১টি ।
গ্রামের গণ্য মান্য ব্যক্তিদের সহযোগিতায় জনাব আঃ হামিদ ভূইয়ার উদ্যোগে জনাব মোঃ আঃ জলিল ভূইয়ার জমিদানের মাধ্যমে তৎকালীন চেয়ারম্যান সাহেব জনাব আঃ গণি ভূইয়ার সহযোগিতায় বিদ্যালয়টি গ্রামের নামে প্রতিষ্ঠিত হয় । পশ্চিম ভিটে পূর্বমুখী গৃহ নির্মিত হয় । প্রথম প্রধান শিক্ষক ছিলেন জনাব আ: আজিজ ভূইয়া, পরবর্তীতে ১৯৭৩ সালে জুলাই মাসের ১ তারিখে মাহামান্য রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্দেশে জাতীকরণ হয় । পরবর্তীতে ১৯৯৭-৯৮অর্থ বছরে বর্তমান অবস্থান উত্তরমুখী দালান গৃহ পূণ: নির্মান হয় ।২০০৪-০৫ অর্থ বছরে উর্ধমূখী সম্প্রাসারন হয় ।
১ম শ্রেণী –৭২ জন।২য় শ্রেণী – ৬৮ জন।
৩য় শ্রেণী – ৫৬ জন। ৪র্থ শ্রেণী -৪০ জন। ৫ম শ্রেণী -২৪ জন। শিশু ছাত্র-ছাত্রী ৪৬ জন ।
বিদ্যালয়ের পরিচলানা কমিটি ১২ সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছে । সভাপতি – মোস্তফা হোসেন ভূইয়া জমি দাতা, মো: আয়েত আলী – সহ-সভাপতি, সদস্য সচীব দেওয়ান জহির ইয়ার চৌধুরী, প্রধান শিক্ষক
২০০৭ সালে অংশ গ্রহণ – ১৯ পাশ – ১৪ পাশের হার – ৭৭%
২০০৮ সালে অংশ গ্রহণ – ৩৪ পাশ – ৩৩ পাশের হার ৯৭%
২০০৯ সালে অংশ গ্রহণ ২৫ পাশ ২৪ পাশের হার ৯৬%
২০১০ সালে অংশ গ্রহণ – ২৫ পাশ ২৫ পাশের হার ১০০%
২০১১ সালে অংশ গ্রহণ ৪০ পাশ ৩৬ পাশের হার ৯৬%
২০০৭- সাধারণ বৃত্তি ২টি, ২০০৯ টেলেন্টপুল ১টি, ২০১০ টেলেন্টপুল- ১টি, ২০১১ সাধারণ বৃত্তি ১টি, টেলেন্টপুল – ১টি ।
জাতীয় শিশু প্রতিযোগিতা জেলা পর্যায়ে – কবিতা আবৃত্তি ২য় স্থান ২০১০ খ্রি: ১টি, জেলা পর্যায়ে কোরআন তেলাওয়াত ৩য় স্থান ২০১০ খ্রি: ১টি, জেলা পর্যায়ে চিত্রাংকন ২য় স্থান ২০১০ ১টি।
মানসম্মত শিক্ষা প্রসারে ১০০% পাশের হার উন্নীত করণ বিদ্যালয়ের শ্রেণী কক্ষ বৃদ্ধি করনে ও শিক্ষকের পদ বৃদ্ধি করনে এবং অফিস সহকারী ও পিয়ন পদ সৃষ্ঠিতে সরকারের একান্ত দৃষ্টি আকর্ষ্ন করা ।
01912-422068
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস