মিঠামইন সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নবাবপুর গ্রামে অবস্থিত । গ্রামের পূর্ব দক্ষিণ পাশ দিয়ে গোড়া উত্তরা নদী প্রবাহিত । ৪ কক্ষ বিশিষ্ট ১ তলা ভবন । পাকা ভবন আয়ন ৭০Í৩০ ।
স্থানীয় বিদ্যোৎসাহী মোঃ তোরব আলী ও আব্দুল হাসিম জমি দান করেনে এবং এলাকার সমগ্র লোকজন সাধাণ উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । পুণঃ নির্মাণ ১৯৯৭-৯৮ ।
১ম শ্রেণী –৮৬ জন।২য় শ্রেণী – ৭০ জন।
৩য় শ্রেণী – ৫৬ জন। ৪র্থ শ্রেণী -৩১ জন। ৫ম শ্রেণী -৩২ জন।
১. মো: ইমামইল হোসেন-সভাপতি, ২. রীমা বেগম-সহ-সভাপতি, ৩. নূরে আলম-সদস্য, ৪. কালু মিয়া- ইউপি সদস্য,৫. সুমা আক্তার- সদস্য, ৬. রোকেয়া আক্তার- সদস্য, ৭. জামরুল হাসান- সদস্য, ৮. সিরাজ উদ্দিন-সদস্য,৯. মাছুমা – সদস্য, ১০. নাজির উদ্দিন-সদস্য, ১১. রবীন্দ্র অধিকারী- সদস্য, ১২. ভানু রঞ্জন অধিকারী-সদস্য সচিব ।
২০০৭-৫০% ২০০৮-৮৭% ২০০৯-১০০% ২০১০-৯০% ২০১১-৯৫.২%
২০০৬বৃত্তি ২জন সাধারণ, ২০০৯-১০০% পাশ
01913-324031
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস