পিলারের উপর নির্মিত বিদ্যালয়টির মূলভবন দ্বিতলা । এছাড়া একতলা একটি ভবন আছে । যার ছাদ টিনশেড । দ্বিতলা ভবন শ্রেণী কক্ষ ছয়টি এবং অফিস কক্ষ দুইটি । একতলা ভবনের শ্রেণী কক্ষ তিনিটি এবং অফিস কক্ষ একটি । দ্বিতলা ভবনের দৈর্ঘ্য ৭১ফুট এবং প্রস্থ – ৩১ ফুট ।
বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে অবস্থিত । বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম হাজী আব্দুল মোতালেব সরকার এর উদ্যোগে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় শিক্ষা প্রসারের লক্ষ্যে চমকপুর গ্রামে ১৯৪১ সালে সর্ব প্রথম বিদ্যালয়টি স্থাপন করেন । পরবর্তীতে ০১/০৭/১৯৭৩ তারিখে বিদ্যালয়টি জাতীয় করন হয় ।
১ম শ্রেণী –১০০ জন।
২য় শ্রেণী – ১৫৭ জন।
৩য় শ্রেণী – ১৪৫ জন।
৪র্থ শ্রেণী -৭৩ জন।
৫ম শ্রেণী -৩২ জন।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২০১০ সালের মার্চে গঠিত হয় । কমিটিতে মোট সদস্য সংখ্যা ১১ জন । জমি দাতা সদস্য জীবিত নেই । তন্মধ্যে পুরুষ সদস্য ৮ জন, এবং মহিলা সদস্য – ৩ জন । উক্ত কমিটির তথ্যাবলী নিম্নরুপ :- ১. মো: ইছরাইল মিয়া – সভাপতি, ২. মোছা: পারুল আক্তার – সহ সভাপতি, ৩. মো: রমজান আলী – সদস্য, ৪. জাহানার বেগম –সদস্য ৫. মোছা : হাদিছ মিয়া (বিদ্যা ৎসাহী), ৬. মোছা: শামেলী আক্তার - (বিদ্যা ৎসাহী), ৭. মো: নূরুল ইসলাম – মেধাবী ছাত্র অভিভাবক, ৮. মো: শহীদুল্লাহ-,(উচ্চ বিদ্যালয় শিক্ষক) ৯. মো: তাজুল ইসলাম – ইউপি সদস্য, ১০. মো: শাহেদ আলী – শিক্ষক প্রতিনিধি, ১১. মোহাম্মদ আসাদ মিয়া – প্রধান শিক্ষক সদস্য সচিব ।
১৯৯৮ সাল-১জন, সাধারন, ২০০৪সনে –০১ জন সাধারণ
২০০৯ সনে -১ জন টেলেন্টপুল, ২০১০ সনে ১ জন টেলেন্টপুল ।
ক্যাচমোট এলাকার শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে।
পাশের হার ১০০% করা এবং ঝড়ে পড়া রোধ করা। বিদ্যালয়ের ভৌতিক অবস্থার উন্নতি করা।
01716-752155
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস