৭২ফুট দীর্ঘ ও ২৮ ফুট প্রশস্থ বিশিষ্ট প্রকটি একতলা পাকা ভবন । এত মোট ৪ (চার) টি কক্ষ রয়েছে। ৪০ শতাংশ জায়গায়র উপর প্রতিষ্ঠিত ।
প্রায় ৭৬ বছর পূর্বে প্রবীণ ব্যক্তি ও বিদ্যৎসাহী শিশুদের প্রাথমিক শিক্ষা অজর্নের লক্ষ্যে প্রতষ্ঠিত করেন এবং কাঞ্চনপুর মানুষের নামনুসারে নাম করণ করা হয়।
১মশ্রেণী ৭৬ জন, ২য় শ্রেণী ৭৩ জন, ৩য় শ্রেণী ৬৭ জন
৪র্খ ৬০জন, ৫ম ৩৮ জন
নবগঠিত কমিটি কর্তৃক বিদ্যালয় পরিচালিত হচ্ছে ।
২০০৭ সালে ৮৭.১৫%, ২০০৮ সালে ৯১.৬৩%, ২০০৯ সালে ৯৩%, ২০১০ সালে ৪৫%, ২০১১ সালে ৯৬.৪২% ।
বিগত ২০০৪ সনে একজন ছাত্র সাধারণ বৃত্তিপ্রাপ্ত হয়।
৬ হতে ১০ বয়স পযর্ন্ত সকল শিশুদের ভর্তি নিশ্চিত করন এবং ঝড়ে পড়া রোধ করা।
ভবিষ্যতে আরো সুন্দর খ্যাতি সর্ম্পূণ এবং সমৃদ্ধ শালী বিদ্যালয় পরিণত করা । পাঠ আরো বেশী করে আকষর্ণীয় করে গড়ে তোল ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস