বিদ্যালয়টি সম্পূর্ণ পাকা ১ তলা ভবন । ৪ (চার) টি কক্ষের মধ্যে ১টি অফিস কক্ষ ও ৩টি শ্রেনী কক্ষ হিসাবে ব্যবহৃত হচ্ছে । ১টি টয়লেট আছে এবং ১টি অগভীর নলকূপ সম্পূর্ণ অকেজু । ভবনটি ১৯৯৩/৯৪খ্রি: নির্মিত যা বর্তমানে ৩টি কক্ষ ব্যবহার অনুপযোগী এবং ভবন টি ঝুকিপূর্ণ । বিদ্যালয়টি এসএলআইপি এর আওতায় ভূক্ত ।
১৯ নং বিরামচর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৬খ্রি: তারিখ হইতে স্থানীয় জনগণের উদ্যোগে বিরামচর গ্রামে একটি দুচালা টিনের এবং নল খাগড়ার বেড়া দিয়ে শুরু করা হয় । পরবর্তীতে ১৯৮৯ খ্রি: স্থানীয় জনগণের মাধ্যমে বিদ্যালয়টি চারচালা টিন শেড গৃহে রুপান্তর করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম স্থানীয় জনগণের সহযোগিতায় বিদ্যালয়টি রেজি: করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন । তারপর ২৬/০১/১৯৯১ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি ৮১/৫৫৪ নাম্বারে রেজিষ্ট্রিশন প্রাপ্ত হয় । বিদ্যালয়টি ৪জন শিক্ষক দ্বারা রেজিষ্ট্রিশন হয় । বর্তমানে ৩জন শিক্ষক কর্মরত আছে । ১টি পদ শূণ্য রয়েছে ।
১ম শ্রেণী –৫৮ জন।
২য় শ্রেণী – ৩০ জন।
৩য় শ্রেণী – ১৮ জন।
৪র্থ শ্রেণী -১০ জন।
৫ম শ্রেণী -০৬ জন।
বর্তমান পরিচালনা কমিটি গঠন করা হয় ০৬/০৬/২০১০খ্রি: তারিখে যার সদস্য সংখ্যা ১২ জন । এ কমিটির মেয়াদ উর্ত্তীন হবে আগামী ৫/০২/২০১৩ খ্রিঃ তারিখে
২০০৭-১০০%
২০০৮-৬০%,
২০০৯-০%,
২০১০-৫০%,
২০১১-১০০%
২০১০খ্রি: জুলাই মাস হইতে বিদ্যালয়টিতে উপবৃত্তির আওতাভূক্ত । উপবৃত্তির নিয়মিত দেওয়া হচ্ছে ।
সাফল্যের সাথে সমাপনী পরীক্ষায় পাশ ।
শতভাগ ভর্তি মান সম্মত শিক্ষা নিশ্চিত করন এবং শতভাগ পাশের হার নশ্চিত করণ ।
01729-165817
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস