বিদ্যালয়টি রেজিঃ জায়গায় একতলা একটি বিল্ডিং করা হয়। যাহার দৈর্ঘ্য ৬১-৪, প্রস্থ ২১-৬, ৩টি শ্রেনী কক্ষ এবং ১টি অফিস কক্ষ উচু বেঞ্চ-২০টি, নিচু বেঞ্চ-২০ টি চেয়ার ৩টি
বিদ্যালয়টি ১৯৮৬ ইং সনে গ্রামের মানুষের সহযোগিতা হাজী আঃ মান্নান সরকার এর বাড়ীতে একটি টিনসেট ঘর তৈয়ারী করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ৪ জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালনার কাজ আরম্ভ করেন । ১৯৯০ সনে হাজী আঃ মন্নাফ মিয়া ৬৩ শতাংশ জমি বিদ্যালয়ের নামে রেজিঃ করে দেন ।
১ম শ্রেণী –৭০ জন।২য় শ্রেণী – ৫০ জন।
৩য় শ্রেণী – ৪০ জন। ৪র্থ শ্রেণী -২৭ জন। ৫ম শ্রেণী -১৭ জন।
১. মোঃ শামছুল হক-সভাপতি, ২. মোঃ আঃ হেকিম সহ-সভাপতি, ৩. হাজী আঃ মন্নাফ সরকার জমিদাতা, ৪. হাজী আবু তাহের সদস্য, ৫. ইব্রাহীম, ৬. ছিদ্দিক, ৭. লিয়াকত আলী, ৮. জিয়ারুল হোসেন, ৯. আঃ খালেক, ১০. মোজাম্মেল, ১১. মোরজান, ১২. আঃ হাই
সন -২০০৭ইং ১০০% ২০০৮ইং -৭৮% ২০০৯ইং ১০০% -২০১০ইং ৮৮% ২০১১ইং ১০০%
১৯৯১ইং – ২ জন, ২০১১ ইং ১ জন, ১৯৯২ ইং ১ জন।
শতভাগ ভর্তি নিশ্চিত সহ ঝড়ে পড়ার হার হ্রাস করা
পাশের হার ১০০% উন্নতি করা এ+ এবং বৃত্তির পরীক্ষার সদস্য বৃদ্ধি করা এবং একটি আর্দশ বিদ্যালযে পরিণতি করা ।
kakuaprimryschool@yahoo.com
01727-329992
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস