স্তরঃ মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম)
ধরনঃ সহশিক্ষা একত্রে
ব্যবস্থাপনাঃ বে-সরকারী
এম.পি. ও ভূক্ত- এম.পি.ও ভূক্ত
গ্রুপঃ মানবিক,বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা
ভৌগলিক অবস্থানঃ হাওড়অবস্থানঃ উপজেলা সদর থেকে ১০কিঃমিঃ উত্তর-পূর্বে গ্রামীণ এলাকায়।
প্রতিষ্ঠাতাঃগ্রামবাসীর অক্লান্ত পরিশ্রমের ফসল।
নামকরণঃ চারিগ্রামের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার তারিখঃ ০১/০১/১৯৮৪ ইং।
১ম স্বীকৃতির তারিখঃ নিম্ন মাধ্যমিক হিসেবেঃ ০১/০১/১৯৮৫
মাধ্যমিক হিসেবেঃ ০১/০১/১৯৮৭
এমপিও ভূক্তির তারিখঃনিম্ন মাধ্যমিকঃ ০১/০১/১৯৮৫
মাধ্যমিকঃ০১/০১/১৯৮৭
৬ষ্ঠ শ্রেণীতে-৪৮ জন, ৭ম শ্রেণীতে-৪৫ জন, ৮ম শ্রেণীতে-৫৫ জন,
৯ম শ্রেণীতে-২৬ জন, ১০ম শ্রেণীতে-২৩ জন।
১১/০৫/২০১০হইতে ১০/০৫/২০১২সাল পর্যন্ত
পাবলিক পরীক্ষার ফলাফল
২০১০সাল- ৩৬.৮৩%, ২০১১সাল-৫৫%
অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন এবং ছিলেন।
এস.এস.সি ও জে.এস.সি. পরীক্ষায় পাশের হার শত ভাগে উন্নীতকরণ।
প্রধান শিক্ষক, চারিগ্রাম উচ্চ বিদ্যালয়,
মিঠামইন, কিশোরগঞ্জ।
০১৭১৮-৪৮১১৭৭
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস