মিঠামইন উপজেলার মিষ্টা গ্রামে বিদ্যালয়টি অবস্থিত । ভবনটি আধাপাকা টিন শেড । দৈর্ঘ্য -৬০ফুট, প্রস্থ- ৩৩ফুট। ৪ কক্ষ বিশিষ্ট এবং নতুন বিল্ডিং এর কাজ চলছে।
স্থানীয় গণ্যমান্য লোকজন এবং এলাকাবসীর উদ্যোগে স্থাপিত ১৯৩৫ খ্রি: । অনুমোদন ১৯৭৩ খ্রি: এবং পূন: নির্মান ১৯৯৮ খ্রি:
পরিচালনা কমিটি সদস্য সংখ্যা- ১১ জন । দাতা সদস্য নেই, সহ সভাপতি হাবিবুর রহমান, সদস্য সচিব ইন্দ্রজিৎদাস প্রধান শিক্ষক, (ভারপ্রাপ্ত)
সন -২০০৭-৭৬% ২০০৮-৬২%২০০৯-৬৭%,২০১০-০০,২০১১-১০০%
২০১২ সালে কমপক্ষে ১ জন বৃত্তি পাওয়ার জন্য চেষ্টা করছি ।
মিষ্টা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি সদর থেকে ২ কিলোমিটার দূরত্ব প্রায়। মিঠামইন উপজেলা থেকে শুকনো মৌসুমে পায়ে হেটে যেতে হয় সময় লাগে ৪৫ মিনিট আর বর্ষা মৌসুমে নৌকা দিয়ে যাতায়ত করতে হয় তখন সময় লাগে ২০ মিনিট । এভাবে যাতায়ত করতে হয় ।
01915-545273
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস