স্তরঃ মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম)
ধরনঃ সহশিক্ষা একত্রে
ব্যবস্থাপনাঃ বে-সরকারী
এম.পি. ও ভূক্ত- এম.পি.ও ভূক্ত
গ্রুপঃ মানবিক
ভৌগলিক অবস্থানঃ হাওড়
অবস্থানঃ উপজেলা সদর থেকে ১০কিঃমিঃ উত্তরে গ্রামীণ এলাকায়।
প্রতিষ্ঠাতাঃ আব্দুর রউফ, সাবেক চেয়ারম্যান, ঢাকী ইউনিয়ন পরিষদ।
নামকরণঃ প্রতিষ্ঠাতার পিতা এম.এ.গণি ভূঞা নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার তারিখঃ ১০/০১/১৯৯৬ ইং
১ম স্বীকৃতির তারিখঃ নিম্ন মাধ্যমিক হিসেবেঃ ০১/০১/২০০৬
এমপিও ভূক্তির তারিখঃনিম্ন মাধ্যমিকঃ ০৭/০৫/২০১০
৬ষ্ঠ শ্রেণীতে-৯৮ জন, ৭ম শ্রেণীতে-৭২ জন, ৮ম শ্রেণীতে-৬৩ জন,
৯ম শ্রেণীতে-৪২ জন, ১০ম শ্রেণীতে-১৭ জন।
০৯সদস্যের নিয়মিত কমিটি যেখানে ০২জন মহিলা সদস্য রয়েছেন, কমিটির মেয়াদ ২৪/০৪/২০১০ হইতে ২৩/৪/২০১২
২০১০-পরীক্ষার্থী ১৩ জন, উত্তীর্ণ ৯ জন
২০১১-পরীক্ষার্থী ৪২ জন, উত্তীর্ণ ৩৬ জন
এলাকায় শিক্ষা বিস্তার ।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে রুপান্তরিত করা।
প্রধান শিক্ষক, এম.এ. গণি উচ্চ বিদ্যালয়,
মিঠামইন, কিশোরগঞ্জ।
০১৭১৮-০০১৩৬৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস