বিদ্যালয়টি একতলা ভবন । যার ছাদ টিনসেড শ্রেণী কক্ষ তিনটি । অফিস কক্ষ ১টি । দৈর্ঘ্য ৬৬ফুট, প্রস্থ- ২২ ফুট ।
বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন কেওয়ারজোড় ইউনিয়নের কুড়ারকান্দি গ্রামে অবস্থিত । বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় শিক্ষা প্রসারের লক্ষ্যে কৃড়াকান্দি গ্রামে ১৯৭২ সালে সর্বপ্রথম গ্রামের দক্ষিণ প্রান্তে বিদ্যালয়টি স্থাপন করেন । বন্যায় কবলিত হয়ে কিছুদিন গ্রামের মধ্যখানে একটি বাড়িতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হয় । পরবর্তীতে ১৯৭৩খ্রি: বিদ্যালয়টি জাতীয় করন হয় । সরকারের অনুধানের মাধ্যমে গ্রামের মধ্যখানে বিদ্যালয়টি স্থাপন করেন । বিদ্যালয়টি পূর্ব দিকে একটি চারতলা ফান্ডেশন দুতলার কাজ চলিতেছে ।
১ম শ্রেণী –৬১ জন।২য় শ্রেণী – ৮৫ জন।
৩য় শ্রেণী – ১০৯ জন। ৪র্থ শ্রেণী -৫০ জন। ৫ম শ্রেণী -৩২ জন।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২০১০ সালের প্রপ্রিল মাসের উনত্রিশ তাখি গঠিত হয় । কমিটিতে মোট সদস্য সংখ্যা ১১ জন । জমি দাতা জীবিত নেই । তন্মধ্যে ০৬ জন । উক্ত কমিটির তথ্যবলী নিম্নরুপ ।
১. মোঃ আজিজুর রহমান – সভাপতি, ২. আয়ূব রেজা – সহ-সভাপতি. ৩. রফিকুল ইসলাম – সদস্য, ৪. আফিদা ইয়াসমিন (উচ্চ বিদ্যালয়) সদস্য, ৫. লাভলী বেগম – সদস্য, ৬. মরিময়ম – সদস্য ৭. মো: আসাদ মিয়া – সদস্য ৮.মোসা: সাফিয়া আক্তার ৯. হাসিনা আক্তার সদস্য ১০. মনিরুজ্জামান সদস্য ১১. সারকিয়া আক্তার – সদস্য সচীব (প্রধান শিক্ষক)
সন -২০০৭-২০০৮-২০০৯-২০১০-২০১১
মোট - ২১ জন- ২৩ জন- ২০ জন- ১৬ জন-২৩ জন।
অংশ - ১৪ জন-১৪ জন-১৮ জন-১৫ জন-১৯ জন।
উর্ত্তীণ - ১৩ জন- ১৪ জন-১৪ জন-১৪ জন-১৯ জন।
২০১০ –১ জন ।
স্থানীয় বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন পুরষ্কার প্রাপ্তি ।
পাঠ সমাপ্তির হার ১০০% উন্নীত করা এবং শতভাগ ছাত্র/ছাত্রী ভর্তির মাধ্যমে এলাকার মানুষকে নিরক্ষর মুক্ত করা ।
01925-579584
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস