চারিগ্রাম মধ্যের হাটী মসজিদ সংলগ্ন ০৪ কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন ।
স্থানীয় জনগণের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
১ম শ্রেণী –৫০ জন।২য় শ্রেণী – ৪০ জন।
৩য় শ্রেণী – ৪০ জন। ৪র্থ শ্রেণী -২৫ জন। ৫ম শ্রেণী –১৫ জন।
১২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি রয়েছে । সভাপতি মোস্তাহাব মিয়া জমি দাতা সোহরাব উদ্দিন।
২০০৭-৬৫%, ২০০৮-৭৫%, ২০০৯-৬৮%, ২০১০-৫০%, ২০১১-৮৫%
শতভাগ ভর্তি ঝড়ে পড়া কমিয়ে আনা বিগত ৫ বছরে ৩টি বৃত্তি ।
ঝড়ে পড়ার হার শূণ্যে নামিয়ে আনা এবং ভাল ফলাফল করার পরিকল্পনা রয়েছে ।
01925-307036
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস