বিদ্যালয়টি সম্পূর্ণ পাকা । চার রোম বিশিষ্ট, ৩টি শ্রেনী কক্ষ ও ১টি অফিস কক্ষ । ছাদ ফাটা বৃষ্টি হলে পানি ঝরে |দেওয়াল ফাটা যে কারনে বিদ্যালয়টি সম্পূর্ন ঝুর্কি পূর্ণ | ২টি টয়লেট দীর্ঘ দনি যাবৎঅচল অবস্থায় আছে | বিদ্যালয়টি বেঞ্চের সংখ্যা কম, তুলনা মূলক ভাবে ছাত্র ছাত্রীর সংখ্যা বেশী | প্রতিষ্ঠানটি SLIP আওতাভুক্ত এবং উপবৃত্তি চাল আছে |
১৭ নং মাইজচর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৭ খ্রিষ্টাব্দে মাইজচর গ্রামের স্থানীয় জনগণের উদ্যোগে দুই চারা একটি টিনের ঘর নল খাগড়ার বেড়া দিয়ে এই বিদ্যালয়টি কাযর্ক্রম শুরু করা হয় | বিদ্যালয়টি প্রধান শিক্ষক জনাব মোঃ ইদ্রিছ স্থানীয় জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠানটির রেজিঃ আনার জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন | অতপর ০১/০৪/১৯৯১ খ্রি: ১২৪/৯২৭ নাম্বারে রেজি: প্রাপ্ত হয় এবং ৪জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টির পাঠদান কাযর্ক্রম চলতে থাকে পাশা পাশি ১৯৯২ ও ১৯৯৩ সনে সম্পূর্ণ পাকা একটি বিল্ডিং মাইজচর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে পূণ: নির্মাণ হয় | বর্তমানে আমরা ৩ জন শিক্ষক আছি ।
১ম শ্রেণী –৭৪ জন।২য় শ্রেণী – ৫২ জন।
৩য় শ্রেণী – ৩৫ জন। ৪র্থ শ্রেণী -১২ জন। ৫ম শ্রেণী -০৫ জন।
বর্তমান পরিচালনা কমিটি গঠন করা হয় ২৯/০৫/২০১০খ্রি: তারিখে যার সদস্য সংখ্যা ১২ জন এ কমিটির মেয়া উত্তীর্ণ আগামী ২৮/০৫/২০১৩ খ্রি:
১. মো: নাজির মিয়া সভাপতি ২. মতি মিয়া সহ-সভাপতি, ৩. একরাম হোসেন , ৪. সমিজ মিয়া দাতা, ৫ আবুল হোসেন, ৬. মোবারক হোসেন, ৭. মো: আক্তার হোসনে, সদস্য সচীব, ৮. মোজাম্মেল হক (উচ্চ বিদ্যালয়) সদস্য, ৯. মোছাঃ রানু আক্তার সদস্য ১০. মোছা: রাজিয়া আক্তার সদস্য, ১১. ফুলতারা সদস্য, ১২. মো: হারুন মিয়া, সদস্য ।
২০০৭-১ জন, ৫০%, ২০০৮- ১ জন ৫০%, ২০০৯-০% ২০১০-২ জন ১০০%, ২০১১-১ জন ৫০%
২০১০ সালের জুলাই মাস হতে বিদ্যালয়টি উপবৃত্তির আওতায় আসে । উপবৃত্তি নিয়ম মাফিক দেওয়া হচ্ছে ।
সাফল্যের সাথে সমাপনী পরীক্ষায় পাশ ।
শতভাগ ভর্তি মান সম্মত শিক্ষা করণ এবং শতভাগ পাশের হার নিশ্চিত করন ।
01726-076031
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস