কিশোরগঞ্জ জেলার অন্তগর্ত মিঠামইন উপজেলা সদর অবস্তিত একটি বিচ্ছিন্ন জনসাই হাওড়ে অত্র বিদ্যালযটি উপজেলা সদর থেকে ৪কিঃ মিঃ দূরে । প্রায় ১২০০ জনসংখ্যা অধ্যূষিত এই গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম । কৃষি নির্ভর এই গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে । স্বাক্ষরতার হার ৯০%
একদা জনৈক জমিদারের নায়ে বাড়ী ছিল সেখানে প্রজাদের কাছ থেকে কর আদায় করা হত । আজও গ্রামটিতে জমিদারের ব্যবহার্য দুটো দালান যা পুরাকীর্তি হিসেবে কালের সাক্ষী বহন করছে। উল্লেখ্য যে, মিঠামইনেরসবার আগে প্রথম প্রেসিডেন্ট সুবোধ চন্দ্র দাস এই গ্রামের অধিবাসী ছিলেনস।
১ম শ্রেণী বালক- ৪৫ জন – বালিকা – ৩৫ জন মোট = ৮০ জন।
২য় শ্রেণী বালক- ৩৫ জন – বালিকা – ৩৩ জন মোট = ৬৮ জন।
৩য় শ্রেণী বালক- ২৫ জন – বালিকা – ২১ জন মোট = ৪৬ জন।
৪র্থ শ্রেণী বালক- ১৭ জন – বালিকা – ১০ জন মোট = ২৭ জন।
৫মশ্রেণী বালক- ১৪ জন – বালিকা – ১৭ জন মোট = ৩১ জন।
মোট সদস্য – ১২জন।
পুরুষ –০৬জন।
২০০৭ সালে ৮২%, ২০০৮ সালে ১০০%, ২০০৯ সালে ৯৮% ২০১০ সালে ৭৩% ২০১১ সালে ১০০%
২০০৫সালে ১ জন সাধারণ,
২০০৭ সালে ০২ ট্যালেন্টপুল,
২০০৮ সালে ০১ জন সাধারণ,
২০০৯ সালে ০১ জন সাধারণ
২০১০সালে ০২ জন সাধারণ ও ট্যালেন্টপুল।
বিছিন্ন অবহেলিত গ্রামটির ন্যায় বিদ্যালয়ের অবস্থা ও ছিল একসময় ভাল । বতর্মানে বিভিন্ন বার্ষিক ও সমাপনী পরীক্ষায় পাশের হার শতভাগ সহ ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি পেয়ে আসছে । যা সর্বতব বিধিত । মিঠামইন উপজেলার সেরা বিদ্যালয় গুলোর মধ্যে অত্র বিদ্যালয়টি স্থান করে নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের ও স্থানীয় জনসাধরণের উচ্ছসিত প্রশংসা কুড়িয়েছে ।
বিদ্যালয়ের মান উন্নয়নসহ সমাপনী পরীক্ষায় অর্জিত সাফল্যকে আরো গতিশীল করে সহ পাঠ্য ক্রমিক শিক্ষার মাধ্যমে বিদ্যালয়টিকে একটি আদর্শ নাগরিক তৈরীতে আমাদের প্রায়স আব্যাহত রাখা ।
01716-156155
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস