বিদ্যালয়টি এল সাইজ আধাপাকা এক তলা টিনশেড ভবন । ৪টি কক্ষের মধ্যে ১টি অফিস কক্ষ ও ৩টি শ্রেণী কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে । কেক্ষের মেঝে কাচা । ১টি কমন টয়লেট ও ১টি গভীর নলকূপ সচল আছে । ভবটি ১৯৬৬খি: নির্মিত হয় যা বর্তমানে সম্পূর্ণ ব্যবহা অনুপযোগী এবং ঝূকি পূর্ণ । বিদ্যালয়টি এসএলআইপি এর আওতাভূক্ত । বিদ্যালয়টি সমপানী পরীক্ষার কেন্দ্র
৩৪নং বৈরাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৪ খ্রিষ্টাব্দে স্থানীয় জনগণের উদ্যোগে বৈরাটি গ্রামে একটি দুচালা টিনের এবং নল-খাগড়ার বেড়া দিয়ে শুরু করা হয় । পরবর্তীতে ১৯৬৬ খ্রিষ্টাব্দে বর্তমান ভবনটি নির্মাণ করা হয় । পরে বেশ কয়েকবার বিদ্যালয়টি সংস্কার করা হয় । সর্ব শেষ সংস্কার করা হয় ১৯৯০খ্রি: । বিদ্যালয়টি ১জুলাই ১৯৭৩ সালে জাতীয় করণ করা হয় । বর্তমান সরকার বিদ্যালয়টিকে ৪ শিক্ষক বিশিষ্ট বিদ্যালয়ে রুপান্ত করেছে । বর্তমানে ৩জন কর্মরত এবং ১টি শূণ্যপদ
১ম শ্রেণী –১৩৬ জন।২য় শ্রেণী – ১৩৮ জন।
৩য় শ্রেণী – ১২০ জন। ৪র্থ শ্রেণী -৫৯ জন। ৫ম শ্রেণী -৩৮জন।
বর্তমান পরিচালনা কমিটি গঠন করা হয় ৪-২-১০খ্রি: তারিখে যার সদস্য সংখ্যা ১২ জন । এ কমিটির মেয়াদ উর্ত্তীণ হবে আগামী ৩-২-১৩খ্রি: তারিখে । বর্তমান পরিচালনা কমিটি ১-জনাব মোঃ মজিবুর রহমান সভাপতি, ২. আলতাব হোসেন- সহ-সভাপতি, ৩. মোহাম্মদ সরাফ উদ্দি সদস্য সচিব, ৪. মো: রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি,৫. হাজী রিয়াছ আলী দাতা সদস্য, ৬. মো: জামাল উদ্দিন- সদস্য,৭. কুহিনুর সরকার- সদস্য, ৮. শিউলি আক্তার সদস্য, ১০. মেজেস্টর নেছা – সদস্য,১১, সাজেদা নেছা-সদস্য, ১২, আ: জব্বার উচ্চ বিদ্যালয় প্রতিনিধি ।
২০১১ সালে ১০০%
২০১০ সালে ১০০%
২০০৯ সালে ৯২.৩১%
২০১১ সালে ৮৬%
২০১১ সালে ১০০%
২০০৮খ্রি: হতে বিদ্যালয়টি উপবৃত্তির আওতায় উপবৃত্তি নিয়মিত দেওযা হচ্ছে এবং ২০০৭খ্রি: হতে নিয়মিত বৃত্তি পেয়ে আসছে
২০১১-১জন, ২০১০-১জন, ২০০৯-৪জন, ২০১১-২জন,২০১১-৪ জন ।
২০০৭ হতে নিয়মিত বৃত্তি লাভ
শতভাগ ভর্তি মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ এবং শতভাগ পাশের হার নিশ্চিত করন ।
01721-487525
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস