৮০ফুট দৈর্ঘ্য ও ২৮ফুট প্রস্থ বিশিষ্ট একটি দুতলা পাকা ভবন । এতে মোট ৮টি কক্ষ রয়েছে । ৫০ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত । চারদিকে০৪( চার) কক্ষ বিশিষ্ট ০১ (এক)টি ভবন । বিদ্যালয়ের জমিরি পরিমান .৩৩ শতাংশ । বিদ্যালয়টি পিলারের উপর নির্মিত। বিদ্যালয়টি আঙ্গিনায় মাটি ভরাট নাই ।
স্থানীয় জনগণের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । বিদ্যালয়টি পূর্বে যে স্থানে নির্মিত হয়েছিল সে স্থানটি নদী গর্ভে বিলীন হয়ে যায় । বর্তমানে অন্য স্থানে প্রতিষ্টিত
১ম শ্রেণী –৭১ জন।২য় শ্রেণী – ৭২ জন।
৩য় শ্রেণী – ৭১ জন। ৪র্থ শ্রেণী -৫৮ জন। ৫ম শ্রেণী -৫০ জন।
৪জন অভিভাবক সদস্য, ১জন মেধাবী অভিভাবক সদস্য, ১জন ওয়ার্ড মেম্বার সদস্য, ২ জন বিদ্যালয় সহকারী সদস্য, (১জন পুরুষ, ১জন মহিলা) ১জন উচ্চ বিদ্যালয় শিক্ষক সদস্য, ১জন দাতা সদস্য, ১জন শিক্ষক প্রতিনিধি সদস্য, ১জন সদস্য সচিব (প্রধান শিক্ষক) = মোট – ১২ জন ।
পাশের হার
২০০৭ সালে ৮৭.১৫%, ২০০৮ সালে- ৯৪.৬২%, ২০০৯ সালে-৯৩% ২০১০ সালে -৫০%, ২০১১ সালে- ৮৫%২০০৭ সাল অংশগ্রহণ ২০ উর্ত্তীণ ২০, ২০০৮ সালে অংশগ্রহণ ২৪ উর্ত্তীণ ২৪, ২০০৯ সালে অংশ গ্রহন ২১ উর্ত্তীন ২০ , ২০১০ সাল অংশগ্রহণ ২৬ উর্ত্তীণ ২৪, ২০১১ সালে অংশগ্রহণ ৩২ উর্ত্তীণ ৩০ জন।
২০১১ সালে ২জন টেলেন্টপুল, ২০১০ সালে ২জন টেলেন্টপুল, ২০০৮ সালে ১জন সাধারণ, ২০০৭ সালে ২জন টেলেন্টপুল ২জন সাধারণ ।
বিদ্যালয়টি ‘এ’ গ্রেড ভুক্ত । প্রতি বছর সমাপনী পরীক্ষার ফলাফল খুব ভাল । প্রতি বছর বৃত্তি লাভ করে ।
বিদ্যালয়ের পড়াশুনার গুনগত মান আরও ভাল করতে হবে । ৫ম শ্রেণীর সমাপনি পরীক্ষায় শতভাগ পাস করতে হবে । আদর্শ বিদ্যালয় হবে ।
01712-069557, 01911-961715
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস