কিশোরগঞ্জ জেলায় মিঠামইন উপজেলাধীন কাটখালি ইউনিয়নের চরকাটখাল গ্রাম মেঘনা নদীর শাখা কালনী কুশিয়ারা নদীর তীরে উক্ত বিদ্যালয় অবস্থিত। ৪ কক্ষ বিশিষ্ট একতলা ভবন । দৈর্ঘ্য ৬০ফুট, প্রস্থ ৩০ফুট।
স্থানীয় গণ্যমাণ্য লোকজন এবং এলাকাবাসীর উদ্যোগে ১৯৮৯ ইং সনে বিদ্যালয়টি স্থাপিত হয় । মরহুম আজহার আলী সাহেব উক্ত বিদ্যালয়ের জমি ৫২ শতাংশ দান করেন । রেজি তারিখ- ১৭-১-৯১, নং – ৭০/৫৩৭ ।
১ম শ্রেণী –৬৮ জন।
২য় শ্রেণী – ৫৭ জন।
৩য় শ্রেণী – ৪৬ জন।
৪র্থ শ্রেণী -২০ জন।
৫ম শ্রেণী -১০ জন।
১. হোসেন আলী- সভাপতি, ২. মুশলিমা-সহ-সভাপতি, ৩. কলাম, ৪. আঃ হক, ৫. আঃ হাসিম, ৬. আলী আহমেদ, ৭. দেলোয়ার, ৮. শাহানা বেগম, ৯. ছালেহা, ১০. শহীদ, ১১. নূরুল হক, ১২. মিজানুর রহমান প্রধান শিক্ষক/সচিব, গঠন তারিখ ঃ ৭-১-২০১০ইং
সন -২০০৭পাশের হার ১০০% ২০০৮ পাশের হার ৫০% ২০০৯ পাশের হার ৩৭% ২০১০ পাশের হার ২৮% ২০১১ পাশের হার ৬৬%
বিদ্যালয়টি উপবৃত্তির আওতাধীন । উপবৃত্তির ২ বৎসর যাবৎ চালু
বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান অংশগ্রহন করে। পুরস্কার প্রাপ্ত। টিনের ঘর থেকে প্রাপ্ত বিল্ডিং এ পরিণতি । বহু ছাত্র- ছাত্রী দেওয়া বিভিন্ন উচ্চ বিদ্যালয় কলেজ বিশ্ব বিদ্যালয় লেখা পড়া রত আছে ।
শতভাগ ছাত্র/ছাত্রীদের ভর্তি মাধ্যমে ১০০% ঝড়ে পড়া রোধ সহ এলাকায়র মানুষদের কে নিরক্ষরতা মুক্ত করে ২০১১ সনে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করা ।
০১৭৩৪-৫৭৬৮৩৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস