বিদ্যালয়টি পাকা । ইহার দৈর্ঘ্য ৬১ফুট ও প্রস্থ ২১ ফুট, এবং সামনে ১টি বারান্দা । ইহার ৩টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ আছে ।
অত্র গ্রামে কোন বিদ্যালয় না থাকায় গ্রামের লোকজনের সহায়তায় ১৯৭৩ইং সালে ইহা স্থাপিত হয়। ১৯৯০ ইং সালে বিদ্যালয়টি রেজিষ্ট্রেশন হয় ।
১ম শ্রেণী –৭৫ জন।২য় শ্রেণী – ৪৩ জন।
৩য় শ্রেণী – ৫৬ জন। ৪র্থ শ্রেণী -২৮ জন। ৫ম শ্রেণী -৩১ জন।
মোট সদস্য ১২ জন, গঠনের তারিখ-জানুয়ারী/২০১০ইং
সন -২০০৭-৮৬%, ২০০৮-৯৪%, ২০০৯-৮৭%, ২০১০-৬০% ২০১১-৯৫%
উপবৃত্তির আওতায় আছে ।
শতভাগ ভর্তি নিশ্চিত ঝড়ে পড়া রোধ । বিগত ৫ বছরের ট্যালেন্টপুল বৃত্তি ২জন এবং সাধারণ বৃত্তি ৪ জন ।
শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যালয়টিকে একটি আর্দশ বিদ্যালয়ের পরিণত করা ।
01724-245928
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস