মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে বিদ্যায়টি অবস্থিত । বিদ্যালয়টি দুই তলা পাকা ভবন । এর দৈর্ঘ্য ৭২-০২ ফুট, এবং প্রস্থ ৩৪-০৪ ফুট । কক্ষ সংখ্যা ৮টি ।
বিদ্যালয়টিতে মোট ০৬ জন শিক্ষক কর্মরত আছেন:
ক্রমিকনং | নাম | পদবী | মোবাইলনম্বর |
০১ | সুলতানাখাতুন | প্রধানশিক্ষক | ০১৭৩৯২৫৮৮৬৪ |
০২ | কাজীলিয়াকতআলী | সহকারীশিক্ষক | ০১৯৩৮৫২৮৯৪৯ |
০৩ | মোঃশরীফুলইসলাম | সহকারীশিক্ষক | ০১৯১৩০৪৬৪২৩ |
০৪ | আলপনারাণীদাস | সহকারীশিক্ষক | ০১৯১৫৯২৩৪২২ |
০৫ | সামছুন্নাহার | সহকারীশিক্ষক | ০১৯৩৮৭৬৬৮৪৫ |
০৬ | শান্তাআক্তার | সহকারীশিক্ষক | ০১৯২৮৭২৩২৯৫ |
স্থানীয় গন্যমাণ্য লোকজন এবং এলাকাবাসী উদ্যোগে ১৯৪১খ্রি: বিদ্যালয়টি স্থাপিত হয় । ইসলামী উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ১৯৯৭-৯৮খ্রি: বিদ্যালয়টি পূণ: নির্মাণ হয় এবং ইডিপি-২ এর সহায়তায় ২০০৪-৫খ্রি: দুতলা ভবন তৈরি হয় । |
পরিচালনা কমিটির সদস্য সংখ্যা ১১ জন । দাতা সদস্য জীবিত নেই । সভাপতি সেলিম মজুমদার সদস্য সচিব : সুলতানা খাতুন |
২০০৭পাশের হার ৮1% ২০০৮ পাশের হার ১০০% ২০০৯ পাশের হার ৮২% ২০১০ পাশের হার ১০০% ২০১১ পাশের হার ১০০%
|
২০০১-১ জন, (সাধারণ), ২০০৩ – ১ জন (ট্যালেন্টপুল), ২০০৬- ১ জন ( সাধারণ), ২০০৭ – ১জন (সাধারণ), ২০০৮-২ জন(সাধারণ ও ট্যালেন্টপুল), ২০১০-২জন (সাধারণ ও ট্যালেন্টপুল), ২০১১-৫ জন (২জন সাধারণ, ৩জন ট্যালেন্টপুল) |
জেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১১খ্রি: নৃত্য হীরা মিয়া- ৩য় গুপ্তধ উদ্ধার, মিশু আক্তার ৩য় স্থান । |
শতভাগ ছাত্র/ছাত্রীদের ভর্তি মাধ্যমে ১০০% ঝড়ে পড়া রোধ সহ এলাকায়র মানুষদের কে নিরক্ষরতা মুক্ত করে ২০১১ সনে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করা । |
গ্রাম– হোসেনপুর। ডাকঘর–ঘাগড়া। উপজেলা– মিঠামইন। জেলা– কিশোরগঞ্জ। মোবাইল : ০১৭৩৯২৫৮৮৬৪
01913-046423 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস