বিদ্যালয়টিতে ২টি ভবন রয়েছে । পুরাতন ভবন টি চার কক্ষ বিশিষ্ট টিন শেড বিল্ডিং বারান্দা সহ পূর্বমুখী নতুনটি ৮ কক্ষ দ্বিতলা ভবন উত্তর মূখী। বিদ্যালয়টি কোন খেলার মাঠ নেই।
তৎকালীন সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ০১/০৭/১৯৭৩খ্রি: বিদ্যালয়টি জাতীয় করণ হয় ।
১ম শ্রেণী –১৬৪ জন।২য় শ্রেণী – ১০৩ জন।
৩য় শ্রেণী – ১১৫ জন। ৪র্থ শ্রেণী -৮৬ জন। ৫ম শ্রেণী -৩৯ জন।
বর্তমানে ১২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি রয়েছে । সভাপতি – মো: রফিকুল ইসলাম, স্থানদাতা রইছ উদ্দিন আহম্মেদ
২০০৭-৯৫% ২০০৮-১০০% ২০০৯-৯৫% ২০১০-৮৩%, ২০১১-৯৫%
শতভাগ ভর্তি সহ বিগত ৪ বছরে ১জন, টেলেন্টপুর বৃত্তি ও ১৩ জন সাধারণ বৃত্তি ।
ঝড়ে পড়া শূন্যে নামিয়ে আনা ও ভালো ফলাফল করার পরিকল্পনা রয়েছে ।
01922-589905
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস