৮০ফুট দৈর্ঘ্য ও ২৮ফুট প্রস্থ বিশিষ্ট একটি দুতলা পাকা ভবন । এতে মোট ৮টি কক্ষ রয়েছে । ৫০ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত । চারদিকে
প্রায় ৭০ বছর পূর্বে প্রবীন বিজ্ঞ বিদ্যোৎসাহী ব্যক্তি গণ শিশুদের প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত করেন এবং কেওয়ারজোড় গ্রামের নামনুসারে নাম করন করা হয় ।
১ম শ্রেণী –৭৮ জন।২য় শ্রেণী – ৯০ জন।
৩য় শ্রেণী – ১০০ জন। ৪র্থ শ্রেণী -৬০ জন। ৫ম শ্রেণী –৬০ জন।
এডহক কমিটি কর্তৃক পরিচালিত ।
পাশের হার
২০০৭ সালে ৮৭.১৫%, ২০০৮ সালে- ৯৪.৬২%, ২০০৯ সালে-৯৩% ২০১০ সালে -৫০%, ২০১১ সালে- ৮৫%
বিগত ২০০১ সনে একজন ছাত্রী সাধারণ বৃত্তি প্রাপ্ত হয় ।
৬ হতে ১০ বয়স পর্যন্ত সকল শিশুদের ভর্তি নিশ্চিত করণ এবং ঝড়ে পড়া রোধ করা হয়েছে ।
ভবিষ্যতে আরো সুন্দর খ্যাতি সর্ম্পূন এবং সম্বৃদ্ধ শালী, বিদ্যালয়ে পরিণত করা ।
01758-830108
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস