বিদ্যালয় ভবনটি বন্যা আশ্রয় কেন্দ্র এক তলা বিশিষ্ট পাকা দালান । বিদ্যালয় ভবনটি গ্রাম হইতে বিচ্ছিন্ন ।
১৯৩৬ সালে গ্রামের বসবাসরত লোকজন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে । বিদ্যালয়টি ১৯৩৬ হতে ৩১/০৫/১৯৭২ পযর্ন্ত বেসরকারী প্রতিষ্ঠান এবং ০১/০৭/১৯৭৩ হতে সরকারী প্রতিষ্ঠান।
গঠন ২৮/০১/১০খ্রিঃ সদস্য সংখ্যা ১১ জন পুরুষ ৬ মহিলা ৫। বিদ্যালয়টি দাতা সদস্যগণ এলাকায় বসবাসরত না থাকায় সদস্য সংখ্যা ১১ জন।
২০০৭-৬৭% পাশ,
২০০৮-১০০% পাশ,
২০০৯-৬৭% পাশ,
২০১০-২৫% পাশ,
২০১১-৮৬% পাশ
এবং
২০১২ সালের ৫ম শ্রেনির সমাপণী পরীক্ষার ফলাফল ও পাশের হার :
পরীক্ষার্থীর সংখ্যা | পাস | ফেল | পাসের হার |
0৯ | 0৯ | 00 | ১00% |
২০১১ খ্রিঃ হইতে শিক্ষার জন্য উপবৃত্তি চাল হয়েছে।
২০১১ সালে ১টি সাধারণ বৃত্তি ।
ভবিষ্যতে বিদ্যালয়ের ফলাফলের জন্য উন্নত পাঠদান ও পরিবেশ গত উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস