কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন কাজীপাড়া গ্রামে ঘোড়াউত্রা নদীর তীরে অত্যান্ত মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত । ৪ কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন । দৈর্ঘ্য্ ফুট, প্রস্থ ফুট ।
চারিদিকে নদী বেষ্টিত গ্রামে শিক্ষার আলো প্রজ্বলনের লক্ষ্যে ও শিক্ষার গুরুত্ব অনুধাবন করে এই গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তি যোদ্ধা মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী নিজ বাড়ীতে জমি দান করে বিদ্যালয় টি প্রতিষ্ঠা করেন ।
১ম শ্রেণী –৩৫ জন।২য় শ্রেণী – ৩৬ জন।
৩য় শ্রেণী – ৩০ জন। ৪র্থ শ্রেণী -১৬ জন। ৫ম শ্রেণী -১২ জন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সংখ্যা ১২ জন। তন্মধ্যে ৫ জন পুরুষ সদস্য ও ৬ জন মহিলা সদস্য । জনাব নূরুল ইসলাম সিদ্দিকী সভাপতি ও মাহফুজা সুলতানা সদস্য সচিব ।
সন -২০০৭-২০০৮-২০০৯-২০১০-২০১১
মোট –০৩জন-০৫জন-০৭জন-১০জন-১৫জন।
অংশ - ০৩জন-০৫জন- ০৭জন- ১০জন- ১৪জন।
উর্ত্তীণ - ০৩জন-০৫জন- ০৫জন- ০৮জন- ১৪জন।
১০০%- ৪০%- ৫৭%- ৮০%-
২০১০ সাল হতে বিদ্যালয়টিকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে। বর্তমানে ৪৫% হারে ৮৫% শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০০৭ এ আবৃত্তিতে জাতীয় পযার্য়ে বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সিদ্দিকী স্বর্ণার শ্রেষ্ঠ স্থান অর্জন । এছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরষ্কার প্রাপ্তি ও ২০১১ সালের সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%।
শতভাগ ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে এবং ঝড়ে পড়ার রোধ সহ এলাকার মানুষকে নিরক্ষামুক্ত করে ২০১২ সালের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করা ।
01190-275754
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস