স্তরঃ মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম)
ধরনঃ সহশিক্ষা একত্রে
ব্যবস্থাপনাঃ বে-সরকারী
এম.পি. ও ভূক্ত- এম.পি.ও ভূক্ত
গ্রুপঃ মানবিক,বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা
ভৌগলিক অবস্থানঃ হাওড়
অবস্থানঃ উপজেলা সদর থেকে ৫কিঃমিঃ উত্তর-পশ্চীমে গ্রামীণ এলাকায়
প্রতিষ্ঠাতাঃগোপদিঘী গ্রামের জমিদার মরহুম ইসহাক ভূঞা ।
নামকরণঃ প্রতিষ্ঠাতার মাতা জিন্নাতুন্নেছার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার তারিখঃ ১৯৬৪ ইং
১ম স্বীকৃতির তারিখঃ মাধ্যমিক হিসেবেঃ ০১/০১/১৯৭৩
এমপিও ভূক্তির তারিখঃমাধ্যমিকঃ ০১/০৬/১৯৮৪
৬ষ্ঠ শ্রেণীতে-৭৫ জন, ৭ম শ্রেণীতে-৪৯ জন, ৮ম শ্রেণীতে-৪৩ জন,
৯ম শ্রেণীতে-৩৫ জন, ১০ম শ্রেণীতে-৪১ জন।
১১ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি, মহিলা সদস্য ০২ জন। অনুমোদনের তারিখ ০৭-০৭-১০ । মেয়াদ শেষ ০৬-০৭-১২ ইং।
প্রযোজ্য নহে
প্রত্যন্ত হাওড় এলাকার মানুষ শিক্ষার সুযোগ পেয়েছে। বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্রছাত্রী সরকারী/ বেসরকারী চাকুরীতে নিয়োজিত রয়েছে।
শতভাগ পাশের হার নিশ্চিত করা। তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার্থী গড়ে তোলা।
গোপদিঘী জে.এন.উচ্চ বিদ্যালয়
পোঃ গোপদিঘী, উপজেলা- মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ।
01716-722668
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস