বিদ্যালয়টি ১তলা পাকা বিল্ডিং ৪টি কক্ষ বিশিষ্ট । ১টি অফিস কক্ষ, ৩টি শ্রেণী কক্ষ হিসাবে ব্যবহৃত হচ্ছে । কক্ষের মেঝে পাকা । ১টি কমন টয়লেট ভাল আছে । বিদ্যালয় ভবনটি ১৯৯৪/৯৫ খ্রি: নির্মাণ করা হয় । ১টি কক্ষ অকেজু । এসএলআইপি এর আওতাভূক্ত আছে বিদ্যালয়টি ।
নোয়াবাদ গ্রামের হিন্দু সম্প্রদায় জনগণের উদ্যোগে ১৯৭৫ খ্রি: ৮ই সেপ্টম্বর তারিখে ১টি দু চালা টিনের ঘর দিয়ে নোয়াবাদ আখড়া নামে বিদ্যালয় টি শুরু হয় । ১৯৮৮ খ্রি: হিন্দু সম্প্রদায় জনগন এই গ্রাম ত্যাগ করলে পরবর্তীতে নোয়াবাদ ইমামনগর মুসলমান জনগণের উদ্যোগে পুনরায় জনাব মো: আবু বকর ছিদ্দিকী প্রধান শিক্ষক দায়িত্ব্ হিসাবে অত্র বিদ্যালয়টি রেজি: করার জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন । ১৯/১১/৯০খ্রি: তারিখে বিদ্যালয়টি সরকারী নীতিমালা অনুযায়ী রেজি: প্রাপ্ত হয় । রেজি নং- কিশোর-৫০/৩৬৭ / ১১ জন সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির মাধ্যমে ৪জন শিক্ষক ১৯৯১খ্রি: বিদ্যালয়টি প্রথম এম.পি ও ভুক্ত হয় । পরিচালনা কমিটির সমন্বয়ে শিক্ষক বৃন্দ অবিভাবক গণের বাড়ী বাড়ী গিয়ে ছাত্র/ছাত্রীর তাগিদ দেন । প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়নের লক্ষে বর্তমানে সুন্দর ভাবে বিদ্যালয়টি চলছে ।
১ম শ্রেণী – ৫১ জন ২য় শ্রেণী – ৫১ জন।
৩য় শ্রেণী – ৩০ জন ৪র্থ শ্রেণী -১৫ জন ৫ম শ্রেণী -০৫ জন।
বর্তমান পরিচালনা কমিটি গঠন করা হয় ০৫/০২/২০১০খ্রি: তারিখে যার সদস্য সংখ্যা ১২ জন । এ কমিটির মেয়াদ উর্ত্তীন হবে আগামী ২১/০৩/২০১৩ খ্রিঃ তারিখে
২০০৭-৬৬% ২০০৮-৬৬%, ২০০৯-৬৬%, ২০১০-১০০%, ২০১১-১০০%
২০১০ খ্রি: জুলাই মাস হইতে বিদ্যালয়টিতে উপবৃত্তির আওতাভূক্ত । উপবৃত্তির নিয়মিত দেওয়া হচ্ছে ।
১৯৯৪ -১ জন,২০০০-১ জন, ২০০৭-১ জন, ২০০৯-১ জন
শতভাগ ভর্তি মান সম্মত শিক্ষা নিশ্চিত করন এবং শতভাগ পাশের হার নশ্চিত করণ ।
01726-109257
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস