অত্র বিদ্যালয়টি মিঠামিইন উপজেলাধীন ১নং গোপদিঘী ইউনিয়নের অর্ন্তগত উত্তর গোপদিঘী গ্রামে অবস্থিত । ভবনটি পাকা । কক্ষ সংখ্যা ৪টি, ০১টি অফিস কক্ষ, ৩টি শ্রেণী কক্ষ । ইহার দৈর্ঘ্য ৬৮ফুট, প্রস্থ ১৫ ফুট । লেট্রিন ০২টি, ১টি নলকূপ ।
উক্ত বিদালয়টি জনগণের উদ্যোগে স্থাপিত হয় । ১৯৯৫ইং সনের রেজি এবং ২০০২ সনে পূণ: নির্মান হয় । উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূণ্য । কর্মরত ০৩ শিক্ষক আছেন ।
১ম শ্রেণী –৪০ জন।২য় শ্রেণী – ৩৬ জন।
৩য় শ্রেণী – ৩৩ জন। ৪র্থ শ্রেণী -২১ জন। ৫ম শ্রেণী -৯৩ জন।
এডহক কমিটি
সন -২০০৭-২০০৮-২০০৯-২০১০-২০১১
মোট -১১জন- ১০ জন-১৪ জন-১৪ জন-১৫ জন।
উর্ত্তীণ - ০৮ জন- ০৯ জন-১১ জন-১৪ জন-১৪ জন।
১০০%-১০০%-৭২%-৭১%৯৩%
উক্ত বিদ্যালয়ের সমপানী ফলাফল ১০০% আশাবাদী ।
uttorgo[edigighingps@yahoo.com
01736-091109
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস