বিদ্যালয়টি পাকা । একতলা ভবন। ৪ (চার)টি কক্ষের মধ্যে ১টি অফিস কক্ষ ৩টি শ্রেণী কক্ষ হিসাবে ব্যবহৃত হচ্ছে । ২টি টয়লেট আছে । একটি ছাত্র/ছাত্রীদের জন্য এবং অন্যটি শিক্ষকরা ব্যবহার করেন । একপি নলকূপ চালু আছে । বিদ্যালয়টি এসএলআইপি এর আওতাভুক্তূ ।
৩৫ নং ভুরভুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ খ্রিষ্টাব্দে স্থানীয় জনগণের উদ্যোগে ভুরভুরি একটি দু চালা টিনের ঘর মূলীয় বেড়া দিয়ে শুরু করা হয় । ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ কৃত হয় । ১৯৭৩ সালে বিদ্যালয়টি একতলা ভবন পরিণত হয় । ২০১০খ্রিঃ বিদ্যালয়ের শেষ সংস্কার করা হয় । জাতীয় করণের পর হইতে বিদ্যালয়টি তিন শিক্ষক বিশিষ্ট ছিল । বর্তমানেএ স্কুলটি ২ (দুই) জন কর্মরতএবং একটি শূণ্য পদ রহিয়াছে ।
১মশ্রেণী ৪৭ জন, ২য় শ্রেণী ৫৭ জন, ৩য় শ্রেণী ৪৯ জন
৪র্খ ৪৬ জন, ৫ম ১৯ জন
বর্তমান পরিচালনা কমিটি গঠন করা হয় । ৩/০২/৩০১০ খ্রিঃ তারিখে যার সদস্য সংখ্যা ১২ জন । এ কমিটির মেয়াদ উর্ত্তীন হবে আগামী ০৪/০২/২০১৩ খ্রিঃ তারিখে পরিচালনা কমিটি ।
২০০৭ সালে ১০০%, ২০০৮ সালে ১০০%, ২০০৯ সালে ৭৮.৫৭%, ২০১০ সালে ৬২%, ২০১১ সালে ৭৭% ।
২০১১খ্রিঃ হতে বিদ্যালয়টিতে উপবৃত্তির আওতায় অদ্যবধি পযর্ন্ত উপবৃত্তি নিয়মিত দেওয়া হচ্ছে । ২০০৮ সালে ২ জন ।
২০০৮ সালে ২টি উপবৃত্তি লাভ।
শতভাগ ভর্তি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ এবং শতভাগ পাশের হার নিশ্চিত করণ ।
01728-826716
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস