Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উর্ধ্বত্বন উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) এর কার্যালয়
বিস্তারিত

উর্ধ্বত্বন উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) এর  কার্যালয়টি মিঠামইন উপজেলা সদরের কাঠমহালের পাশে মনোরম পরিবেশে অবস্থিত।

ছবি
ডাউনলোড
সিটিজেন চার্টার

উর্ধ্বত্বন উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) এর কার্যালয়

মিঠামইন, কিশোরগঞ্জ।

 

সিটিজেন চার্টার

 

ক্রমিক নং

প্রকল্প

সেবা/কার্য্যক্রম

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়কাল

ডাবল লিফটিং সেচ প্রকল্পের মাধ্যমে সেচ কার্য্যক্রম

১। প্রাথমিক ও সেকেন্ডারী কার্য্যক্রমের মাধ্যমে সেচের পানি কৃষকের জমিতে সরবরাহ প্রদান করা।

২। উপজেলা সেচ কমিটি কর্তৃক বিভিন্ন শক্তি সম্বলিত সেচ যন্ত্র সেচ চার্জ আদায়ের মাধ্যমে সরবরাহ

৩। পানির অপচয় রোধ কল্পে সেচ অবকাঠামো নির্মাণ।

৪। কৃষক/সেচ যন্ত্র চালক/ম্যানেজারদের প্রশিক্ষণ প্রদান

৫। সেচ যন্ত্র মেরামত রক্ষনাবেক্ষন কল্পে ফ্রি সার্ভিস প্রদান।

১। সেচের পানির অপচয় রোধ , পানির সুষ্ঠু ব্যবহার এবং মাধ্যমে সেচখরচ বাড়ানো যাহাতে কৃষকের উৎপাদিত ফসলের খরচ কমানোর মাধ্যমে কৃষক সরাসরি সুবিধা ভোগ করে।

২। কৃষক, সেচযন্ত্র ও স্কীম ম্যানেজারগণকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা।

১। বছরে প্রতি শুষ্ক মৌসুম অর্থাৎ নভেম্বর হতে  এপ্রিল পর্যন্ত সেচ সেবা কার্য্যকাল।

২। বর্ষা মৌসুমে প্রশিক্ষণ সেবা কার্য্যকাল সম্পন্ন হয়।

বৃহত্তর ময়মনসিংহ এবং টাঙ্গাইল সেচ উন্নয়ন কার্য্যক্রম

১। বৈদুত্যিক সেচ যন্ত্রের মাধ্যমে সেচ সেবা প্রদান।

২। পানির অপচয় রোধ ও পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সেচ অবকাঠামো নির্মাণ।

৩। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করা।

কৃষক গ্রুপ সুষ্ঠু সেচ ব্যবস্থাপনার মাধ্যমে সেচের সুবিধা গ্রহণ করে ফসলের উৎপাদন খরচ কমে সুবিধা গ্রহণ করে।

স্কীম ম্যানেজার, সেচ যন্ত্র চালক ও কৃষকগ্রুপ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আধুনিক প্রযুক্তি গ্রহণ করে প্রশিক্ষিত হওয়া।

জরীপ ও পরিবিক্ষণ প্রকল্প

১। সেচের পানির গুণাগুণ পরীক্ষা করা।

২। ভূ-গর্ভস্থ পানির স্থিতি পরীক্ষা করা।

৩। ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির ব্যবহারে সুবিধা অসুবিধা সেচের পানির পরিমাণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান।

আধুনিক প্রযুক্তি গ্রহণে কৃষক গ্রুপ সরাসরি সম্পৃক্ত।

label.column.field_projects

গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ :

 

প্রকল্পের নাম :

ডাবল লিফটিং সেচ প্রকল্প (ডালিসেপ্র)

সার-সংক্ষেপ :

ভূ-পরিস্থ নদী/খালের পানি ভাসমান পাম্প(ডিজেল/বিদ্যুৎ), ডিজেল চালিত সেচ যন্ত্র এবং বৈদ্যুতিক মটর দ্বার প্রাথমিকভাবে সেচের পানি উত্তলন ও সংরক্ষন করে সেকেন্ডারী লিফটিং দ্বারা সংরক্ষিত সেচের পানি বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন/বৈদ্যুতিক মটর দ্বারা জমিতে সেচ সরবরাহ করণ কাজ।

সেচ যন্ত্র সমূহ কৃষক পযায়ে সরবরাহ, সংরক্ষন, মেরামত ও কায্য প্রনালী পযবেক্ষন, সেবা দানের মাধ্যমে  অধিক পরিমাণ খাদ্য শস্য উৎপাদনে সহায়তা প্রদানের কাজ, সেচচাজ আদায় , ফ্রি ম্যাকানিক সার্ভিস, বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মান দ্বারা পানির সুষ্ঠু ব্যবহার ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে সেচ খরচ কমানো এই প্রকল্পের মূখ্য কাজ।

 

 

 

 

প্রকল্পের নাম :

বৃহত্তম ময়মনসিংহ ও টাঙ্গাইল সেচ উন্নয়ন প্রকল্প

সার-সংক্ষেপ :

     সরাসরি ভূ-পরিস্থ পানি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে উত্তলন করে জমিতে সেচের পানি সরবরাহকরণ। উপজেলা সেচ কমিটি কর্তৃক অনুমোদিত স্কীম সমূহে ফ্রি ম্যাকানিক সার্ভিস, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে সেচের পানি সুষ্ঠু ব্যবহারে সেচ খরচ কমিয়ে আনা এই প্রকল্পের মূখ্য কাজ।

 

প্রকল্পের নাম :

জরীপ ও পরীবিক্ষণ প্রকল্প

 

সার-সংক্ষেপ :

 

            স্কীম ভুক্ত এলাকার ভূ-পরিস্থিত ও ভূ-গর্ভস্থ পানির স্থিতি , ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থিত সেচের পানির গুণাগুণ কীট বক্সের মাধ্যমে উপজেলা লেবেলে এবং সেচের পানির নমূনা সংগ্রহ করে বিভাগীয় পযায়ে ল্যাবরেটরীতে গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রেরণ, সেচের পানির গুনাগুনের পরীক্ষার প্রয়োজনীয়তা, ফসলের উপর প্রভাব ইত্যাদি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করণ এই প্রকল্পের কাজ।

যোগাযোগ

উর্ধ্বত্বন উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) এর কার্যালয়

বিএডিসি, মিঠামইন ইউনিট

মিঠামইন কিশোরগঞ্জ।