“জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা” এই প্রতিপাদ্য নিয়ে সঠিকভাবে পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের জন্য আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ পৌরসভার মেয়র, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় জনসচেতনামূলক ভিডিও চিত্র প্রদর্শনীর পাশাপাশি মুক্ত আলোচনার মাধ্যমে উপস্থিত সকলকে পশু জবাই করার পূর্বে করণীয়, লেস্-কাট ত্রুটি এড়িয়ে পশুর দহ থেকে সঠিকভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতি, কাঁচা চামড়া সংরক্ষণ পদ্ধতি এবং পশু জবাই করার পর বর্জ্য অপসারণ ইত্যাদি গণসচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস