মিঠামইন উপজেলা পরিষদের ১৭টি বিষয় সংক্রান্ত কমিটি গঠিত হয়েছে। এ ক্ষেত্রে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর ভূমিকাও উল্লেখযোগ্য। তবে কমিটিগুলো এখনো কাংখিতভাবে কার্যকর হয়নি। আমরা চেষ্টা করছি উপজেলা পরিষদের আইন অনুযায়ী সমস্ত কার্যাবলী সম্পন্ন করতে এবং ইতিমধ্যে অনেকটাই সফলতা এসেছে বলা যায়। এই অধ্যায়ে আমরা উপজেলা পরিষদের কমিটিগুলোর, বিশেষ করে যেগুলো উন্নয়ন কার্যক্রমে জোরালোভাবে সম্পৃক্ত, সেগুলোর মাধ্যমে প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। পাশাপাশি সর্বশেষ অর্থবছরে প্রাপ্ত বরাদ্দ দিয়ে বাস্তবায়িত প্রকল্পের বিবরণও তুলে ধরা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস