ভৌগলিকভাবে ২১.২৪" থেকে ২১.৩৪" উত্তর অক্ষাংশ এবং ৯১.০৩" থেকে ৯১.১৩" পূর্বে দ্রাঘিমাংশের মধ্যে মিঠামইন উপজেলার অবস্থান। উপজেলাটির আয়তন ২২২.৯২ বর্গকিলোমিটার। এর উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলী উপজেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস