১৯৮৩ সালের ৭ নভেম্বর মিঠামইন উপজেলা প্রতিষ্ঠিত হয়। বয়সে নবীন এ উপজেলা নিরবিচ্ছিন্ন হাওর এলাকা হলেও এটি একটি প্রাচীন জনপদ। জেমস জে. রেনেল অঙ্কিত বাংলার প্রাচীন মানচিত্রেও (১৭৮১) মিঠামইনের কথা উল্লেখ রয়েছে। এলাকাটিতে কেউ মিঠামন, কেউ মিঠামইন, কেউ মিটামইন বা মিটামন বলে উচ্চারণ করে থাকেন।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস