ঢাকা থেকে বাস বা ট্রেন যোগে কিশোরগঞ্জ । এগারসিন্ধুর ট্রেন ঢাকার কমলাপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে সকাল ৮.০০ টা এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে। কিশোরগঞ্জ থেকে সিএনজি বা বাস যোগে চামড়া ঘাট। চামড়াঘাট থেকে এক ঘন্টা পর পর মিঠামইনের উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়। দিনের প্রথম ট্রলার সকাল ৭.৪০ ঘটিকায় এবং দিনের শেষ ট্রলার বিকাল ৫.০০ ঘটিকায়। ঢাকা থেকে উজান ভাটি ও হাওর বিলাশ বাস যোগে সরাসরিও চামড়া ঘাট আসা যায়।
মিঠামইন উপজেলার আভ্যন্তরিন যোগাযোগের প্রধান মাধ্যম ট্রলার বা লঞ্চ। এছাড়া শুষ্ক মৌসুমে মহিষের গাড়ী ব্যবহার করতে দেখা যায়।
জরুরী প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করুন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ।
ফোন : ০৯৪৩৫-৫৬০০১
ফ্যাক্স : ০৯৪৩৫-৫৬০৩৫
E-mail : unomithamoin@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস