মিঠামইন তথা বিশাল হাওড় অঞ্চলের প্রধান কৃষিকাজ ধান উৎপাদন। হাওড়ের পানি নেমে গেলে পলির স্তরে মোড়ানো জমিতে শুরু হয় ধান উৎপাদনের কাজ। এই সময়টাতে হাওড়ের বিস্তৃর্ন অঞ্চল প্রাকৃতিক সৌন্দয্য এ ভীন্ন ভীন্ন রুপ ধারণ করে । কখনও সবুজে সবুজ যেন বিশাল প্রান্তর সবুজে মোড়ানো কার্পেট আবার সোনালী রংএর অপরুপ আভা। যখন ধান পেঁকে উঠে তখন সোনালী ধানের গন্ধে ভরে উঠে চারপাশ।নারী, পুরুষ, ছেলে বুড়ো সবাই লেগে যায় ধান কাটা , মাড়াই এবং শুকানোর কাজে। বন্ধ হয়ে স্কুল, কলেজ , মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। নতুন পানি আসার আগেই শেষ করতে হয় ধান তোলার সব কাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস