মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে ।
মিঠামইন থেকে ট্রলার যোগে ঘাগড়া। সেখান থেকে আবার ট্রলার যোগে মালিকের দরগা যেতে হয়। আবার আসার সময় মালিকের দরগাহ থেকে ট্রলার দিয়ে ঘাগড়া। ঘাগড়া থেকে আবার ট্রলার যোগে মিঠামইনের উদ্দ্যেশে রওনা দিতে হয় । সময় লাগে ১.৪০ মিনিট। শুকনো মৌসুমে মিঠামইন থেকে টেম্পু দিয়ে ঘাগড়া অথবা মটর সাইকেলে মালিকের দরগা যাওয়া যায়। মিঠামইন, কিশোরগঞ্জ।
0
কথিত আছে ইয়েমেন থেকে আসা ইসলাম ধর্মের সুফিসাধক হযরত শাহজালাল সাহেবের ২৬০ জন সফর সংগীর এক জন এখানে ধর্ম প্রচারের জন্য আসেন,এবং পরবর্তীতে এখানে সমাহিত হন।
অবস্থিত : ঘাগড়া ইউনিয়ন, মিঠামইন, কিশোরগঞ্জ।
উপজেলা প্রশাসন,মিঠামইন,কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস